নিজস্ব প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে প্রথম প্রহর সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
১৪ই ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, জেলা ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোওয়ার হোসেন রিপন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা খন্দকার তৌকির রহমান, পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাছির, মুক্তিযোদ্ধা হল শাখাছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারী তৌফিক, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, মেহেদী, শরিফুলসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। পরে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, স্বাধীনতার ঊষালগ্নে উন্মুখ মানুষ স্বজন হারানোর সেই কালরাত্রির কথা জানতে পেরে শিউরে উঠেছিল। স্থবির হয়ে গিয়েছিল সবকিছু। তখনও উল্লাসে নৃত্যরত নরঘাতকরা। বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে এই বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। দেখিয়েছেন মুক্তির পথ। গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। স্বাধীন রাষ্ট্রের জন্ম যেন কিছুতেই সহ্য হচ্ছিল না স্বাধীনতাবিরোধী চক্রের। আমরা গভীর শ্রদ্ধার সাথে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি। এছাড়া তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৪.১২.২০২৩