প্রেস বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঘোজাডাঙ্গা কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট ও ঘোজাডাঙ্গা ইমেগ্রেশন পুলিশ কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশনে কর্মরত পুলিশ কর্মকর্তারা।
শনিবার ১৬ ডিসেম্বর ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের কাছে সীমান্তের মেইন পিলার ৩ বরাবর দু’দেশের সীমান্তের জিরো লাইনে দাড়িয়ে উভয় দেশের পুলিশ ও বিএসএফ কর্মকর্তাদের মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।
এসময় ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাজরিহা হোসাইন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফের কোম্পানি কমান্ডারের হাতে মিষ্টি তুলে দেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের উপপরিদর্শক শেখ জুয়েল আহম্মেদসহ দু’দেশের পুলিশ, সিএন্ডএফ, বিএসএফ ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাজরিহা হোসাইন জানান, বিভিন্ন দিবস ও উৎসবে আমরা একে অপরের মাঝে এধরনের শুভেচ্ছা বিনিময় করি। এতে করে দু’দেশের সীমান্তে দায়িত্ব পালনরত সকলের মাঝে বিরাজমান সুসস্পর্ক আরো সুদৃঢ় হবে বলে জানান তিনি।