কে এম রেজাউল করিম দেবহাটা, সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে ১৬ ডিসেম্বর’২৩ শনিবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাস্তবায়িত কর্মসূচীর মধ্যে ছিল- সকালে সূর্য দয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী’র নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অধ্যক্ষের নেতৃত্বে অসংখ্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও রোভার স্কাউট সদস্য তথা শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ, দেবহাটা মাঠে রোভার স্কাউট সদস্যদের দ্বারা মার্চপাস্ট প্রদর্শন এবং বেলা সাড়ে ১০ টায় কলেজের আব্দুল মজিদ কলা ভবনের ৫ নং কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের ২য় ব্যাচের শিক্ষার্থী, কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মজিদ সাহেবের একমাত্র পুত্র এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের হেল্থ ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।
আলোচনা সভার প্রারম্ভে শিক্ষক কর্মকর্তাদের মধ্য থেকে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী।
শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় শিক্ষক কর্মকর্তাদের মধ্যে আরো বক্তব্য রাখেন- ইংরেজি বিভাগীয় প্রধান ফেরদৌসী পপী, প্রাণিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান শচীন্দ্রনাথ মন্ডল, কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক মো: আব্দুর রহমান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমেদ, প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুস তাহেরা, বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী সারাবান তহুরা। কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী তাসকিয়া সুলতানা তমা।
অনুষ্ঠানের মাঝে দিবসের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিযোগিতায় বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী ফতেমা ১ম, একই বিভাগের শিক্ষার্থী ফাইজা আমিন ২য় ও সারাবান তহুরা ৩য় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে স্বরোচিত কবিতা পাঠ করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী খাদিজাতুস তাহেরা ও একই বিভাগের তাসকিয়া সুলতানা।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্য হাফেজ মো: আলমগীর হোসেন। গীতা পাঠ করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী রোভার স্কাউট সদস্য বাসুদেব দাশ। আলোচনা সভায় অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্য তথা বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।