নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে রবিবার বিকাল ৪ টা পর্যন্ত আওয়ামীলীগের দর্লীয় প্রার্থী একজনসহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে, আওয়ামীলীগ দলীয় প্রার্থী একজন, জাকের পার্টির দুই জন, জাসদের একজন, ওয়ার্কাস পার্টির একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন।
মনোনয়ন প্রত্যাহারকৃতরা হলেন, সাতক্ষীরা-১ আসনের জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও একই আসনের জাসদের প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, একই আসনের জাকের পার্টির প্রার্থী শেখ ইফতেখার আল মামুন ও ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান এবং সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদা খানম মেধা।
জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও শেখ ইফতেখার আল মামুন জানান, যেখানে আসন নিয়ে ভাগাভাগি হচ্ছে সেখানে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারেনা। আর নিরপেক্ষ নির্বাচন হবেনা বলেই তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জাসদ প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু ও ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান জানান, তাদের আসনে যাদেরকে মহাজোটের প্রার্থী করা হয়েছে তারা তাদের সমর্থন করার লক্ষে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলার ৪টি সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থীর মধ্যে সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আসাদুজ্জামান বাবুসহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।#