সাতক্ষীরা

সাতক্ষীরা-১ আসনে নির্ব াচন থেকে সরে দাড়ালেন মুস্তফা লুৎফুল্লাহ

By daily satkhira

December 19, 2023

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না কারার সিদ্ধান্ত নিয়েছে জেলা ওয়ার্কার্স পাটি।

মঙ্গলবার সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি ও সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ১৪ দলীয় জোট শরীক দলের সাথে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ জোটবদ্ধভাবে অংশগ্রহণের জন্য ওয়ার্কার্স পার্টির তিন জন যথাক্রমে রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা ও মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন প্রদান করে যা ১৪ দলের মুখপাত্র জননেতা আমির হোসেন আমু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ঘোষণা দেন। পরবর্তীতে নীতিবহির্ভূতভাবে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টির সাথে কোন আলোচনা ছাড়াই মুস্তফা লুৎফুল্লাহকে শেষ মুহুর্তে জোটগত মনোনয়ন প্রদান থেকে বিরত রাখে।

সে কারণে মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না কারার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি