নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্প তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মনোনয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।
সাতক্ষীরা জেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি সমূহ আয়োজনে ওয়েব ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি পবিত্র মোহন দাশ।
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক এ.কে. এম সফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক, সন্তোষ কুমার নাথ, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী অধ্যাপক মোঃ সাগর আলী সহ আরো অনেকে।##