আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুল গনিসহ নয় জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা করেছেন একই উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। পুলিশ এ মামলার দুই আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদককে গ্রেফতার করেছে। তবে উপজেলা চেয়ারম্যান আবদুল গনি জানান, এ মামলায় উল্লেখিত সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন মিটিং চলাকালে ভাইস চেয়ারম্যান তার ওপর হামলা করলে তার দেহরক্ষী ও অফিস কর্মচারিরা তা প্রতিরোধ করেন। ভাইস চেয়ারম্যান মাহবুব তার অস্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। দেবহাটা থানায় দায়েরকৃত মামলায় বাদি ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন উল্লেখ করেন যে, গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের অফিসে টিআর ও কাবিটাসহ বিভিন্ন প্রকল্পে টাকা বরাদ্দ নিয়ে মিটিং চলছিল। এ সময় প্রকল্পের কাজ নিয়ে কিছু বাদানুবাদ হবার সাথে সাখে উপজেলা চেয়ারম্যানের হুকুমে নিজের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে তার ভাড়াটেরা তাকে গুলি করে হত্যার চেষ্টা করে। মামলায় তিনি আরও বলেন, ওই অস্ত্র ( শর্টগান) দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করা হয় । একই সময়ে তাকে কিল চড় ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। তিনি মেঝেতে পড়ে গেলে ইউএনও হাফিজ আল আসাদসহ অন্যরা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মাহবুব আলম আরও বলেন, তিনি আহত হওয়ায় তাকে প্রথমে সখিপুর হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ মামলায় প্রধান হুকুমদাতা আসামি হয়েছেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গনি। অপর আসামিরা হলেন, দেবহাটার চাঁদপুর গ্রামের আবদুর রশীদের দুই ছেলে মিজানুর রহমান ও উপজেলা পরিষদ কর্মচারি আমিনুর রহমান বাবু, চেয়ারম্যানের বোন জামাই সাবুর আলি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে মনিরুজ্জামান কেল্টু ও রেজাউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মুজিবর রহমান। মামলার বাদি আরও জানান, ্এদিন তার ওপর হামলার ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। এজন্য চেয়ারম্যান তার লাইসেন্সকৃত অস্ত্রটি অফিসে নিয়ে আসেন। এমনকি মিটিং চলাকালে চেয়ারম্যানের পেটুয়া বাহিনীর সদস্যরা ও আত্মীয় স্বজন সেখানে জড়ো হন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কাজি কামাল হোসেন জানান, ভাইস চেয়ারম্যানের দেওয়া মামলাটি বুধবার রাতে রেকর্ড করা হয়েছে ( মামলা নম্বর ১৪)। তিনি বলেন, এ মামলার দুই আসামি মনিরুজ্জামান কেল্টু ও রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।