প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেছেন, কোন প্রার্থীর মিথ্যা কথায় বিভ্রান্ত হবে না। ভুল পথে যাবেন না। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা সাতক্ষীরা-২ আসনে নৌকার পরিবর্তে লাঙ্গল প্রতীক দিয়েছেন। বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন। যেটি ১৭ ডিসেম্বর পাঠানো চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। কিন্তু কোন কোন প্রার্থী মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। যদি আওয়ামীলীগ করতে চান তাহলে সভাপতির নির্দেশ মেনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
বুধবার বিকালে ঝাউডাঙ্গা বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সুতরাং তার হাতকে শক্তিশালী করতে মহাজোট মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।
ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক ও লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজল হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক হাসান মাহমুদ রানা। ###