সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলায় মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা

By daily satkhira

December 29, 2023

জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ যে দিকে দু’চোখ যায় হলুদ আর হলুদ যেন এক নয়নাভিরাম দৃশ্য। তার পাশেই ফাঁকা জমিতে শত শত মৌ বক্স। এখন মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করছে মৌমাছিরা। আর ৬ থেকে ৭ দিন পর পর জমা করা চাক ভেঙ্গে মধু সংগ্রহ করছেন খামারিরা।

গত বছরের তুলনায় সরিষার ফলন ভালো হওয়ায়, মধু সংগ্রহে অধিক লাভে লাভবান হওয়ার মুখ দেখছেন মৌচাষিরা। বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী মাঠ এলাকায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে আসা খামারি নুরুজ্জামান, নুরালি সরদার তাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দেড়শটি মৌ বক্স আছে সপ্তাহে মধু সংগ্রহ করে থাকি এক একটি বক্সে ৩ থেকে ৪ কেজি মধু পায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলায় মৌ বক্স স্থাপনের সংখ্যা দুই হাজার একশত টি মধু উৎপাদন লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন। তার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তিনি আরো বলেন,সরিষার ভালো ফলনের পাশাপাশি মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষিরা। আর মধু আহরণের ফলে যেমন পুষ্টির ঘাটতি পূরণ হচ্ছে তেমনি দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।