সাতক্ষীরা

সাতক্ষীরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্বপনের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ

By daily satkhira

December 29, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে আওয়ামীলীগ ব্যতিত অন্য কোন দলের ভোটারগণ ভোট দিতে ভোট কেন্দ্রে না যাবার হুমকিসহ বিভিন্ন নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একই আসনের একই দলের দোলনা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান। তিনি নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরার যুগ্ন জেলা ও দায়ারা জজ ১ম আদালতের বিচারক বরাবর গত ২৭ ডিসেম্বর তারিখে ভিডিও ফুটেজসহ এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ ডিসেম্বর বিকাল ৫ টায় কলারোয়া উপজেলার বাটরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা শেষে ফিরোজ আহমেদ তার নেতা-কর্র্মীদের উদ্দেশ্যে

বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচনের দিনে আওয়ামীলীগ ব্যতিত অন্য কোন দলের ভোটারগণ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেনা। তাদের দলের কোন প্রার্থী নেই, তারা যদি ভোট কেন্দ্রে যায়, তাহলে একটা গ-গোল বাধবে, আমার কর্মীরা যদি দেখে তারা নৌকাতে ভোট দেয়নি, তাহলে অন্য আর একটি ঝামেলা হবে। তার চাইতে তারা কেন্দ্রে যাবেনা, তারা থাকুক, আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি , তাদের কোন ক্ষতি হবেনা। এটাই হলো তাদের জন্য বড় ম্যাসেজ।

এ ব্যাপারে আওয়ামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান জানান, এ ঘটনায় নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ন জেলা ও দায়ারা জজ ১ম আদালতে গতকাল ২৮ অক্টোবর তার (সরদার মুজিবের) শুনানি ছিল। তিনি আরো জানান, নির্বাচন আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে প্রতিবেদন যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে।##