সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রথম বারের মত জাতীয় প্রবাসী দিবস উদযাপন

By daily satkhira

December 30, 2023

নিজস্ব প্রতিনিধি: “প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই পতিপাদ্যে সাতক্ষীরায় প্রথম বারের মত জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র আয়োজনে শনিবার শহরের বিনেরপোতা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতারিত হওয়া ৫০জন প্রবাসী কর্মীদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি)সরোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, বাংলাদেশ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা সহকারি ব্যবস্থাপক মোঃ সাদেক আলী, প্রবাসী কল্যাণ ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক প্রসাদ কুমার মজুমদার, বিসিক এর ব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ আরও অনেকে।