কালিগঞ্জ

কালিগঞ্জে সবজি চাষে কৃষাণ কৃষাণিদের প্রশিক্ষণ

By daily satkhira

December 31, 2023

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট এসএসসিপি কৃষি বিপণন অধিদপ্তর পোস্ট হাভেস্ট এন্ড পাইমারি প্রসেসিং বিষয়ে কৃষাণ কৃষাণিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (৩১ ডিসেম্বর) রবিবার বেলা সাড়ে ১০টায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ প্রদান করেন মার্কেটিং ফ্যাসিলিটিটর শেখ আবু বক্কর সিদ্দিক।

এসময় তিনি বলেন, উপজেলায় কৃষক কৃষিণীদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকে এই প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। প্রতিটি ব্যাজে ২৫ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করবে।

মোট ১২০টি ব্যাজে কৃষাণ-কৃষাণিদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষে ক্ষেত থেকে সবজি তুলে বাজারে বিক্রির জন্য প্রত্যেককে একটি করে প্লাস্টিকের বাস্কেটসহ ৮ হাজার টাকা দেওয়া হচ্ছে।