নিজস্ব প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় সিলভার জুবলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।
সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, জেলা সহরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরা সদর ইনট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদ কবীর, মাসুম বিল্লাহ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জিসহ অন্যরা উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো।
এসময় প্রধান অতিথি বলেন, ‘বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমাদের সরকার সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখছে। ##