সাতক্ষীরা

নির্বাচন আচরণ বিধি ভঙ্গের মামলায় জামিন পেলেন সাতক্ষীরা -১ আসনের নব নির্বাচিত সাংসদ স্বপন

By daily satkhira

January 09, 2024

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারনা চালানোর সময় কর্মীদের মাঝে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নির্বাচন কমিশানের নির্দেশে দায়েরকৃত মামলায় জামিন পেলেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের নবনির্বাচিত আওয়ামী লীগ মনোনীত সাংসদ ফিরোজ আহম্মেদ স্বপন। মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে আবেদন করলে সাতক্ষীরার আমলী আদালত- ৪ এর ভারপ্রাপ্ত বিচারক মুখ্য বিচারিক হাকিম মোঃ আশিকুর রহমান তাকে পাঁচ হাজার টাকা ব-ে জামিনে মুক্তির আদেশ দেন।

আসামী ফিরোজ আহম্মেদ স্বপন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের করিম সরদারের ছেলে। মামলা ও ঘটনার বিবরনে জানা যায়, গত ২২ ডিসেম্বর বিকেল ৫টার দিকে নিজ নির্বাচনী এলাকা সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বাটরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আগামি ৭ জানুয়ারি আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন দলের ভোটারগণ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না। তাদের দলের কোন প্রার্থী নেই। তারা যদি ভোট কেন্দ্রে যায় একটা গ-গোল বাঁধবে। আমার কর্মীরা যদি দেখে তারা নৌকায় ভোট দেয়নি , তাহলে অন্য আর একটি ঝামেলা হবে। তার চেয়ে তারা কেন্দ্র যাবে না। আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি তাদের কোন ক্ষতি হবে না। এটা হলো বড় ম্যাসেজ। বিষয়টি স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেন। প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ তৎসহ সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর দফা ১১(ক) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেন। সে অনুযায়ি নির্বাচন কমিশনার ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে মামলা করার জন্য জেলা নির্বাচন কমিশনারকে নির্দেশ দেন। সে অনুযায়ি ভোটের দুই দিন আগে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ওহিদ মুর্শিদ বাদি হয়ে ফিরোজ আহম্মেদ স্বপনের নাম উল্লেখ করে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ তৎসহ সংসদ নির্বাচন রাজলৈনতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮, ১৮(১) ধারায় কলারোয়া থানায় ২ নং মামলা দায়ের করেন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান জানান, ফিরোজ আহম্মেদ স্বপন মঙ্গলবার আমলী আদালত-৪ এ হাজির হয়ে জামিন আবেদন করেন। আসামীপক্ষে জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ অনেকেই শুনানীতে অংশ নেন। ভারপ্রাপ্ত বিচারক মোঃ আশিকুর রহমান উভয়পক্ষের শুনানী শেষে আসামী ফিরোজ আহম্মেদ স্বপনকে পাঁচ হাজার টাকা ব-ে জামিনে মুক্তির আদেশ দেন।