দেবহাটা

দেবহাটায় স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা

By daily satkhira

January 16, 2024

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ জানুয়ারী, ২৪ ইং সকাল ১১টায় উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আশার আলোর আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক।

শুভেচ্ছা বক্তব্য দেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ এসএম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মফিজুল ইসলাম ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশার আলো এনজিওর মেডিকেল অফিসার ডাক্তার আরাফাত হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিমুজ্জামান ও কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্যগণ ও সুধীজন ব্যক্তিরা।