দেবহাটা

দেবহাটার ঢেপুখালী থেকে ভূমিদস্যু রুহুল আমিনসহ ১৬ জন অস্ত্রসহ গ্রেফতার: মামলা

By daily satkhira

January 19, 2024

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার ঢেপুখালি ভূমিহীন পল্লীতে ভোর রাতে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট এবং জমি দখলের চেষ্টার অভিযোগে ভূমিদস্যু রুহুল আমিনসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ই জানুয়ারি, ২৪ ইং) দিবাগত ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ এবং দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিকের নেতৃত্বে এসআই গোলাম আজম, এএসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ ইং ১৮/০১/২৪ তারিখ সকাল অুনমান সাড়ে ৫টার দিকে ঢেপুখালী গ্রাম থেকে স্থানীয় জনগনের সহায়তায় কালীগঞ্জের সন্ন্যাসির চক গ্রামের মৃত রুপচাঁদ গাজীর ছেলে ভূমিদস্যু বাহিনীর প্রধান আসামী রুহুল আমিন গাজী (৬৫) সহ তার অন্যান্য সহযোগী দেবহাটা কালাবাড়িয়া,গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে তানভীর হোসেন সজিব (২১), রুহুল আমিন গাজীর স্ত্রী তানিয়া বেগম (৪০), কালাবাড়িয়া গ্রামের মৃত ইছা শেখের ছেলে হোসেন আলী (৪০), দেবহাটার দক্ষিন পারুলিয়া (দিঘিরপার) গ্রামের নুর ইসলামের ছেলে সজিব হোসেন (১৯), কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের হোসেন আলীর ছেলে রায়হান শেখ (১৯), দেবহাটার মাঝ পারুলিয়ার খালেকের ছেলে মোমিন হোসেন (২৩), কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাদার গাজীর ছেলে মুনসুর গাজী (৬৮), দেবহাটার উত্তর সখিপুর গ্রামের নেছার আলীর ছেলে সজিব হোসেন (১৯), ধোপাডাঙ্গার নজরুল ইসলামের ছেলে তৈয়বুর রহমান (১৯), সখিপুরের আজারুল চৌকিদারের ছেলে তাজমির হোসেন (২১), উত্তর সখিপুরের শফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন (১৯), মাঝ সখিপুরের রবিউল ইসলামের ছেলে মারুফ হোসেন (২১), কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মুনসুর আলীর স্ত্রী ফিরোজা খাতুন (৫৫), কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের ভূমিদস্যু আবুল হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৮), কালাবাড়িয়ার রায়হানের স্ত্রী বৃষ্টি খাতুন (১৯) কে জোরপুর্বক ভূমি দখলের চেষ্টাকালে আটক করে এবং ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা নং- ০৮(০১)২৪ রুজু করা হয়। আসামীরা উত্তেজিত জনতাকর্তৃক জখমপ্রাপ্ত হওয়ার কারনে ৯ জন আসামী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্য আটককৃত ৭জন আসামীদেরকে ইং-১৯/০১/২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক বলেন, আটককৃত ভূমিদস্যুরা ঐ এলাকায় অস্ত্রসস্ত্র নিয়ে ভূমি দখল করতে গেলে স্থানীয়রা তাদের প্রতিরোধ করে ও পুলিশকে সংবাদ দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১৬জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।