নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত এমপি আতাউল হকসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে শ্যামনগর থানায় এ মামলা দায়ের করেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান।
মামলার বিবরণে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ৪ আসনের কাশিমাড়ী নতুন বাজারে নির্বাচনী জনসভায় ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুস সবুর মোল্যা বলেন যারা নৌকায় ভোট দেবেন না। তারা কেন্দ্রে যাবেন না। যাদের সন্দেহ হবে তাদের টেবিলে সীল মারতে হবে। এছাড়া নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন করে রঙিন পোস্টার এবং মোটর সাইকেল নিয়ে মহড়া দেন নৌকার প্রার্থী আতাউল হক। এমন একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে প্রেরণ করেন অনুসন্ধান কমিটি।
নির্বাচনী আচারন বিধি ২০০৮ এর বিধি ১৮ এর অধীনে ১৭.০০.০০০০.০৪৫.১৬.০০৩.২১(অংশ) -১১১, তারিখ ১১ জানুয়ারী ২০২৪ এর আদেশ প্রাপ্ত হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান।
নবনির্বাচিত এমপি আতাউল হক দেশের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।