শিক্ষা

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ইফতার মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

By Daily Satkhira

June 22, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির ইফতার মাহফিল ও ৬জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ রমজান সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যকরি পরিষদের সদস্য মোঃ আব্দুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিনিধি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, সহ সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, যুগ্ম সম্পাদক কাজী সিরাজুল হক, সহ সম্পাদক মুজিব হোসেন নান্নু, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবু দাউদ, সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, এ.এস.এম আজিজ হাসান, কাজী ছুফীউল্যা ফারুকী (আবু কাজী), আলহাজ্ব শেখ আবুল কালাম, আলহাজ্ব আব্দুস সাত্তার, মোঃ গোলাম মোস্তফা, মো. হাদিউজ্জামান, আলহাজ্ব এড. মোনায়েম খান চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, কাজী আমিরুল হক (আহাদ) প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ¯্রষ্টার ইবাদত ও সৃষ্ট্রের সেবা করা। জেলা প্রশাসক আরো বলেন, পবিত্র রমজান আত্মসংযমের মাস। এই মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। রমজানের রোজা পালনের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। একই সাথে এ প্রতিষ্ঠানের ভাবমূতি ক্ষুণœ হোক এমন কিছু করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে মিশনের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।