আশাশুনি

আশাশুনিতে মৎস্য অধিদপ্তরের বিশেষ অপারেশনে অবৈধ ৮ লক্ষ টাকার জাল বিনষ্ট

By daily satkhira

January 25, 2024

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে অবৈধ বেহুন্দি ও মশারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ৮ লক্ষ টাকার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলা মৎস্য দপ্তর “বিশেষ কম্বিং অপারেশন-২০২৪” বাস্তবায়নেরর লক্ষ্যে উপজেলার খোলপেটুয়া নদীতে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে। খোলপেটুয়া নদীর মানিকখালী হতে ঘোলা পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ০৫ টি বেহুন্দী জাল এবং ১০ টি মশারী জাল আটক করা হয়।

পরে আটককৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ৭/৮ লক্ষ টাকা। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, বাংলাদেশ নৌবাহিনীর এনআরওজি আনোয়ার হোসেন।