পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় তালা উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাটকেলঘাটা বলফিল্ড মোড়ের বিএনপি কার্যালয়ে ইফতার পূর্ব আলোচনায় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান হোসেন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল। এছাড়া আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা কৃষক দলের সভাপতি আলী হোসেন, উপজেলা ওলামাদলের সভাপতি সোহরাব হোসেন ডাবলু, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি এ্যাড. এ বি এম হুমায়ুন কবির, আছাদুল শেখ (আসাদ), প্রভাষক রুহুল কুদ্দুস সাধারন সম্পাদক উপজেলা তাঁতীদল, ফিরোজ আহম্মেদ, ডাবলু, আবুল কালাম আজাদ,আলমগীর হোসেন, সেলিম হোসেন প্রমূখ।