পাটকেলঘাটা

পাটকেলঘাটার শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের বেচাকেনা

By Daily Satkhira

June 22, 2017

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার বিভিন্ন বিপনি-বিতান গুলোতে শেষ মুহুর্তে জমে উঠেছে পবিত্র ঈদুল ফিতরের বেচাকেনা। ক্রেতাদের সন্তুষ্ট করে পোশাক-প্রসাধনী সামগ্রী বিক্রিতে ব্যস্ত দোকান মালিক ও কর্মচারীরা। বস্ত্র বিতান ও কস্মেটিক্স-এর দোকান গুলোতে উপচে পড়া ভিড় লক্ষনীয়। সকাল থেকে গভীর রাত অবদি চলচে ঈদের কেনাকাটা। তবে ক্রেতাদের মধ্যে দাম নিয়ে অভিযোগের শেষ নেই। প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সাতক্ষীরা জেলার সব থেকে বড় বাণিজ্য কেন্দ্র হওয়ায় পাটকেলঘাটায় ক্রেতা সমাগম বেশি থাকে। পাটকেলঘাটা বাজারের বেশীর ভাগ দোকানগুলোতে ভোরের সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় ঈদের বেচাকেনা চলে গভীর রাত পর্যন্ত। তবে গত বছরের তুলনায় এবারের প্রত্যেকটা জিনিসের দাম বেশী হওয়ায় সাধ ও সামর্থ্যরে সব কিছু কেনা সম্ভব হচ্ছে না বলে অনেক ক্রেতাই জানান। পাটকেলঘাটা বস্ত্র বিপনি দোকানগুলোর মধ্যে আল-মদিনা বস্ত্র সম্ভার, ভারতী বস্ত্র সম্ভার, সামমুন বস্ত্রালয়, আল্লাহর দান বস্ত্রালয়, উর্মি বস্ত্রালয়, রূপা ফ্যাশন, মুনিয়া ফ্যাশান, সোহাগ গারর্মেন্স, ইত্যাদি দোকানে নতুন পোশাক কেনার জন্য ক্রেতাদের সমাগম চোখে পড়ার মত। এবার বাহারী পোশাকের থেকেও বেশী বিক্রি হচ্ছে ছোটদের পোশাক। তবে এবছর দেশী পোশাকের পাশাপাশি ভারতীয় পোশাকের প্রচুর চাহিদা রয়েছে। আর ভারতীয় মালামালে ছেয়ে গেছে গোটা পাটকেলঘাটার মার্কেটগুলো। মেয়েদের পছন্দের তালিকায় জামদানী শাড়ী, লেহেঙ্গা, থ্রি-পিস, খদ্দর, মনিপুরি, রাজগুরু, বালুচরী, অপর দিকে ছেলেদের জিন্স, গ্যাবাডিং, চায়না গেঞ্জী, বাহুবলী ২ সহ রকমারী ডিজাইনের পোশাক রয়েছে। টেইর্লাসের দোকানগুলোতে ভিড় লক্ষনীয়। মালিক এবং কারিগররা ভোর থেকে রাত ২/৩ পর্যন্ত সমানভাবে পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন প্রকারের কসমেটিক্স-প্রসাধনী সামগ্রী উল্লেখযোগ্য হারে বেচাকেনা হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগের অন্ত নেই। সকল ক্রেতা ও বিক্রেতাদের একই কথা কেনাকাটা যেমনই হোক পবিত্র ঈদুল ফিতর বয়ে আনবে সবার মাঝে আনন্দ ও অনাবিল শান্তি।