সাতক্ষীরা

সাতক্ষীরায় দুটি ডাগায়নস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা : ভূয়া চিকিৎসককে ৬ মাসের জেল

By daily satkhira

January 30, 2024

নিজস্ব প্রতিনিধি : ভূয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনার অভিযোগে সাতক্ষীরায় দুটি ডাগায়নস্টিক সেন্টারকে ৫৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে এক ভূয়া চিকিৎসকে ৬ মাসের এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১০ দিনের কারাদ- প্রদান করা হয়েছে। সীল গালা করা হয়েছে আরো একটি ক্লিনিক।

মঙ্গলবার বেলা ১১ টায় শহরের শেফা ডায়াগনস্টিক সেন্টার, স্বদেশ ক্লিনিক এবং আস্থা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় ভূয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনার অভিযোগে ক্লিনিক মালিক পলাশপোল এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র আবু বক্কর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া ভূয়া চিকিৎসক বিপুল কুমার দাস(বিকে দাস) কে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়। বিপুল কুমার দাস সদরের দেবনগর গ্রামে কৃষ্ণপদ মন্ডলের পুত্র। অন্যদিকে রেজিস্ট্রেশন না থাকায় আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সীল গালাকরা হয়। একই সাথে প্রতিষ্ঠানের মালিক মাগুরা গ্রামের বরুন কুমার পালের পুত্র বিশ^জিত পালকে ১০ দিনের কারাদ- প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে। দুটির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। ###