দেবহাটা ব্যুরো : উপজেলার বিভিন্ন এতিমখানার এতিম শিশুদের খোঁজখবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ। বৃহস্পতিবার বিকাল থেকে ইফতারির পূর্বমুর্হূত পর্যন্ত বিভিন্ন এতিমখানায় যেয়ে শিশুদের সার্বিক বিষয়ে খবর নেন তিনি। চিনেডাঙ্গা এতিমখানা, উত্তর পারুলিয়া নেসারিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মাঝ পারুলিয়া জামিয়া ফয়জুল উলুম এতিমখানা ও মাদ্রাসায় যান। প্রত্যেক এতিমখানার শিশুদের পড়ালেখা, খাদ্য, বস্ত্র, পরিচর্যা নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন তিনি। মাদ্রাসাগুলোতে কতজন মোট শিক্ষার্থী ও কতজন এতিম শিশু রয়েছে সে বিষয়ে তথ্য নেওয়া হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ শাখার সহকারী প্রকৌশালী ওলিউল রহমান, স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, পিআইও অফিসের অফিস সহায়ক খায়রুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠান পরিচালকদের বলেন, এতিম শিশুরা আগামী দিনের সম্পদ। তাই তাদের সঠিক কোরআন ও হাদিসের শিক্ষা দিতে হবে। কোন ভুল শিক্ষা দিয়ে অন্যায় পথে ঠেলে না দিয়ে দেশ প্রেমে উদ্ভদ্ধ করতে হবে। যে সব আলেমরা হাদিসের অপব্যাক্ষা দিয়ে সাধারণ মানুষের শান্তি নষ্ট করে তারা দেশ ও জাতীর শত্রু। পুনরায় দেশকে অশান্ত না করতে সে বিষয়ে ইমাম বা হুজুররা সঠিক তথ্য মানুষের মাঝে পৌছে দিবেন। পরিদর্শনকালে শিশুদের সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করে ত্রাণ শাখার পক্ষ থেকে সৌদি আরবের খুরমা খেজুর তুলে দেওয়া হয় ছাত্রদের মাঝে।