সাতক্ষীরা

কালিগঞ্জে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা

By daily satkhira

February 04, 2024

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে অমর একুশে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সংলগ্ন চত্ত্বরে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় ও ৪টি কলেজের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহন করে। গণপাঠাগারের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বির্তক প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রাজস্ব অফিস গনপাঠাগারের সহ-সভাপতি সাহিত্যিক প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, শ্যামাপদ দাশ, রামপ্রসাদ ঘোষ, কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্চু, আশেক মেহেদী, শেখ শাওন আহমেদ সোহাগ, নলতা কলেজের অধ্যাপক মাহমুদুর নবী খান, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহকারী শিক্ষক সরজিত কুমার প্রমূখ।

উল্লেখ্য আগামি ৬ ফেব্রুয়ারী প্রথম পর্বে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংসদীয় পদ্ধতিতে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। ৭ ফেরুয়ারি কালিগঞ্জ রোকেয়া মুনসুর মনসুর মহিলা কলেজ কলেজে এবং ৮ ফেব্রুয়ারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দীপু। দ্বিতীয় পর্বে ও ফাইনাল রাউন্ড একুশে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আয়োজক কমিটি সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার সকল প্রস্তুতি গ্রহন করেছে।