সাতক্ষীরা

কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

By daily satkhira

February 13, 2024

কে এম রেজাউল করিম দেবহাটা ; দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০২৪ সালের ১৭তম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩জুন) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে মো: অহিদুল হক প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো: আছাদুল হক ইউপি চেয়ারম্যান ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদ। তিনি বক্তব্যে বলেন, এ স্কুলে বরাবর ভাল ফলাফল করে আসছে। আমরা তোমাদের কাছ থেকে আরো ভাল ফলাফল আশা করি। তোমরা আমাদেরকে ভাল ফলাফল উপহার দিলে স্কুলের উন্নয়নে কাজ করার আগ্রহ আমাদের বাড়বে। শিক্ষা জীবন হেলায় কাটিয়ে দিলে তা আর ফিরে আসবে না। ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হতে হবে তাহলে সকলের কাছে প্রিয় পাত্র হবে। তাই বেশি বেশি পড়া লেখার প্রতি মনযোগী হও।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মোছা: মোসলেমা খাতুন সহকারী প্রধান শিক্ষক, মো: রবিউল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক (স্বাস্থ্য ও সুরক্ষা ), মো: আনারুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা), সুকুমার পাল সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম), মোছা: লুতফুর নাহার প্রধান শিক্ষক স্যার আনছার আলী প্রাথমিক বিদ্যালয়, মোছা: মেহেরুন নেছা সভাপতি কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সাংবাদিক আমিরুল ইসলাম অভিভাবক সদস্য সহ সকল শিক্ষকবৃন্দরা।

বিদায় অনুষ্ঠানে এস এস সি পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন মোছা: রুবিনা আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোছা: উম্মে হাবিবা ও জেসমিন আক্তার , নাতে রাসুল পরিবেশন করেন দশম শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্রী মোছা: সায়রা মীম। মোট পরিক্ষার্থী সংখ্যা ১৪ জন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো: নাসিরউদ্দিন সহকারী শিক্ষক (ইসলামি নৈতিক শিক্ষা) কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।