কালিগঞ্জ

কা‌লিগ‌ঞ্জে মৎস‌্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

By daily satkhira

February 14, 2024

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কা‌লিগ‌ঞ্জে ‌বে-সরকারী ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান আশা সংস্থার উ‌দ্যো‌গে উপকার ভোগী মৎস‌্যচাষীদের মা‌ঝে প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। (১৪ ফেব্রুয়ারী) বুধবার বেলা ১০টায় উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব মিলনায়ত‌নে দিনব‌্যা‌পি এই প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন বে-সরকারী উন্নয়ন সংস্থা আশার জেলা সি‌নিয়র ম‌্যা‌নেজার শ‌হিদুল ঈসলাম।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস‌্য কর্মকর্তা আ‌নিছুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এ সময় অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন আশা সংস্থা কা‌লিগঞ্জ সদ‌রের ব্রাঞ্চ ম‌্যা‌নেজার আলমগীর হো‌সেন, সহকারী ব্রাঞ্চ ম‌্যা‌নেজার আব্দুল আ‌জিজ প্রমুখ।

কা‌লিগঞ্জ অঞ্চ‌লের রি‌জিওনাল ম‌্যা‌নেজার মোস্তফা হালদা‌রের সভাপ‌তি‌ত্বে ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান আশা সংস্থার উপকার ভোগী ৩০জন সদস‌্য দিন ব‌্যা‌পি প্রশিক্ষ‌ণে আংশগ্রহন ক‌রে।