এম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো: আশাশুনি সদরের শ্রীকলস গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডে দুটি বসতঘর, রান্নাঘর, মুরগির খামারসহ সকল মালামাল পুড়ে ছাই হয়েগেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীকলস গ্রামের কিবরিয়া গাজীদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানাগেছে, নূর ইসলাম গাজীর ছেলে কিবরিয়া গাজী ও গ্রাম পুলিশ আমিরুল ইসলামের মাটির দেয়াল ও টালির ছাউনির দু’টি ঘরের উত্তর-পশ্চিম পাশে বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে রাত্র আড়াইটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। সড়কের সমস্যায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে বিলম্ব হওয়ায় তারা নেভানোর কাজ সম্পন্ন করার আগেই আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। আগুনে দুটি বসত ঘর, রান্না ঘর, মুরগির খামার, আসবাবপত্র, স্বর্ণারঙ্কারসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। সবকিছু খুইয়ে বাড়ির মালিকরা প্রলাপ বকছে। তারা এখনো ঘর, আসবাবপত্রের টাকা পরিশোধ করতে পারেনি।
অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, আসমাউল হুসাইন, ইউপি সদস্য শাহিনুর আলম শাহিন প্রমুখ ঘটনাস্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে শান্তনামূলক কথা বলেন।