সাতক্ষীরা

কালিগঞ্জে তিন ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা

By daily satkhira

February 19, 2024

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে পৃথক পৃথক ভাবে তিন ক্লিনিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আদালত পরিচালনাকালিন সময় ৩ ক্লিনিকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(১৯ ফেব্রæয়ারী) সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিসেস, বেসরকারী ক্লিনিক এবং ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র, লজিস্টিক সার্পোট ও মানহীন সেবার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার নলতা সদরের ইউনিক ক্লিনিককে ৫০ হাজার, আহসানুল্লাহ ক্লিনিককে ১০ হাজার এবং মৌতলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকসহ থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এমনি ভাবে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাংবাদিকদের বলেন ।