আশাশুনি

আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

By daily satkhira

February 22, 2024

আশাশুনি ব‍্যুরো: আশাশুনির বিভিন্ন নদ-নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে আশাশুনির খোলপেটুয়া নদীতে “বিশেষ কম্বিং অপারেশন” পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এ সময় তিনি বলেন, নদীতে বাগদা, হরিণা ও গলদা চিংড়ির রেণু আহরণ করতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধ নীল নেট ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে চলেছে।

তাই মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে নদী থেকে অবৈধ ২টি বেহুন্দী জাল এবং ৭টি মশারী জাল আটক করা হয় যার বাজার মূল্য প্রায় আনুঃ ১৫ হাজার টাকা। আটককৃত জাল দয়ারঘাট স্কুল সংলগ্ন এলাকায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট উজ্জ্বল অধিকারী, শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মচারীবৃন্দ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।