আশাশুনি ব্যুরো: আশাশুনিতে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামায়ে মাশায়েখ সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের এফ এস মাওঃ মোঃ সামছুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী সম্মেলনে উপস্থিত উপজেলার বিভিন্ন মসজিদের ১২০ জন ইমাম বৃন্দের উদ্দেশ্যে বলেন- একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে ধর্মীয় মূল্যবোধের ভূমিকা অনস্বীকার্য। ধর্মীয় মূল্যবোধ মানুষের বিবেককে সব সময়ই জাগিয়ে রাখে। সন্ত্রাস ও উগ্র পন্থা জাতির জীবনে কখনও কল্যাণ বয়ে আনতে পারে না। তাই নিজেদের সন্তানদের দিকে নজর দিন। তাদের প্রতিদিনের আচরণে অস্বাভাবিক পরিবর্তন হতে থাকলে কারণ জানতে চেষ্টা করুন। এছাড়া সন্তানদের মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংস করতে পারে। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে। আপনারা মাদকাসক্ত ব্যক্তি ও মাদক বিক্রেতাদের খবর পুলিশকে জানান।
বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এতে বিবাহ পরবর্তী যৌতুক ও নারী নির্যাতন আশঙ্কা জনক হারে বাড়ছে। নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেকে ধর্মীয় বিধান মেনে চলুন দেখবেন দূর্নীতি ও অনিয়ম কমতে শুরু করেছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, এমসি মাওঃ মোঃ মহিউদ্দিন, জিসি মাওঃ মোঃ মোর্তাজুল হক, মাওঃ মোঃ আসাদ আলী, মাওঃ মোঃ আব্দুল খালেক, মাওঃ মোঃ রবিউল ইসলাম প্রমুখ।