সাতক্ষীরা

বুল্ডিং এজেন্সি অব ইউথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের এডভোকেসি

By daily satkhira

February 24, 2024

নিজস্ব প্রতিনিধি : বুল্ডিং এজেন্সি অব ইউথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের এডভোকেসি ও গনশুনানি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কালিগঞ্জ উজ্জিবনী ইনস্টিটিউট হাইস্কুল সভাকক্ষে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তবিবুর রহমান।

সুন্দরবন ফাউন্ডেশন এর আয়োজনে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠন এর সহযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি সদস্য এসএম আবু তাহের।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়ক শেখ আফজাল হোসেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাহমুদুর নবী, মোস্তফা হাসনাতুজ্জামান, মাওলানা আজিজুর রহমান,গৃহিনী ময়না বেগম প্রমুখ। বক্তরা বলেন পরিত্যক্ত পুকুর সংস্কারের মাধ্যমে পানি সংরক্ষণ করটা যেন আমাদের জন্য আশির্বাদ। আমরা আর কেনা পানি খেতে চাইনা। আমাদের একটি মাত্র পুকুর ও পিএসএফ আছে সেটা সংরক্ষণের অভাবে গ্রামের অধিক অংশ লোক পানির জন্য দুর্বিসহ জীবন যাপন করছে। আমাদের পানি নাই। নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পানিও পাইনা।