সাতক্ষীরা

সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় কাজ করাই আমাদের মূল দায়িত্ব -পাবলিক সার্ভিস দিবসে জেলা প্রশাসক

By Daily Satkhira

June 23, 2017

নিজস্ব প্রতিবেদক : ‘টেকসই উন্নয়ন-লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৭ পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘সরকারি কর্মচারীগণের কর্মস্পৃহা বৃদ্ধির জন্য সরকার ‘জনপ্রশাসন পদক’ প্রবর্তন করেছেন। জনগণের শুদ্ধাচার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় কাজ করাই আমাদের মূল দায়িত্ব। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানোর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, জেল সুপার আবু জাহেদ, সদর সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ, জেলা সহকারী শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একি মিত্র চাকমা প্রমুখ।