আশাশুনি ব্যুরো: “সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনের জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় আশাশুনি উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চত্বরের থেকে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো: আলী সোহাল জুয়েলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, এসআই বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। আলোচনা সভায় নতুন ভোটার হওয়ার প্রয়োজনীয়তা এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। সব শেষে ৫০ জন নতুন ভোটার করা, স্মার্ট কার্ড বিতরণ ও ২০২৩ এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।