সাতক্ষীরা

ভোমরায় কাস্টমস হাউজ দ্রæত চালুর দাবিতে মানববন্ধন

By daily satkhira

March 04, 2024

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরায় কাস্টমস হাউজ দ্রæত চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ভোমরা শুল্ক স্টেশনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনসহ ৪টি সংগঠনের যৌথ আয়োজনে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এ এস এম মাকছুদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, শ্রমিক নেতা জাকির হোসেন, আমদানী কারক এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান, হাদিউজ্জামান বাদসা, আব্দুস সাত্তার জুয়েল, আনোয়ারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামানসহ অন্যরা।

বক্তারা বলেন, ভোমরাস্থল বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর হওয়ার পরেও কিছু কুচক্রী মহলের কারণে বার বার ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বন্দর দিয়ে সকল পণ্য আমদানী করার পরিবেশ থাকলেও কাস্টমস হাউজ না সেটি হচ্ছে না। নামমাত্র কয়েকটি পন্য এ বন্দর দিয়ে আমদানী হয়। বন্দরের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা না থাকায় ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। কাস্টমস হাউজ চালু হলে শ্রমিকদের কর্মসংস্থান বাড়বে। কোটি কোটি টাকার রাজস্ব পাবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।