আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ১ নং সংরক্ষিত আসনে উপনির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম।
আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সহাল জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, আইসিটি অফিসার আখতার ফারুক বিল্লাল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান।
কর্মশালায় আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ভোটগ্রহণকরী ৫০ জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রসঙ্গত সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছাঃ রোজিনা বেগম গত ২২ ডিসেম্বর ২০২৩ সালে হৃদরোগে মৃত্যুর পর আসনটি শূন্য হয়।