সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

By daily satkhira

March 06, 2024

নিজস্ব প্রতিনিধি : “বঙ্গবন্ধু সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পাট দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ই মার্চ) সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বর হতে এক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর সাতক্ষীরার মুখ্য পরিদর্শক আশীষ কুমার দাশ।

এসময় বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন সহকারী মো. আমির হোসেন, উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা বিভাস কুমার মন্ডল,জেলা কৃষি প্রকৌশলী হারুন আর রশিদ, জেলা পাট চাষী সমিতির সভাপতি শেখ আব্দুল বারী,কলারোয়া উপজেলা সভাপতি মো. আতিয়ার রহমান, কৃষক মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী পাট কর্মকর্তা অনির্বাণ সরকার,কলারোয়া উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা ইমাম হোসেন। এসময় বক্তারা বলেন, পাঠ শিল্পের উন্নয়নে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ২০১০ সালে পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার করার আইন থাকলেও এখনো কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে। পাটজাত বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক হলেও আজ পলিথিন, প্লাস্টিক পণ্যে বাজারে সয়লাব।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রিট এস এম আকাশ।