শিক্ষা

ডি,বি ইউনাইটেড হাইস্কুলে “আন্তর্জাতিক শান্তি দিবস” উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

September 21, 2016

কবিরুল ইসলাম,ব্রহ্মরাজপুরঃ- সদর উপজেলার ব্রহ্মরাজপুরের ডি,বি ইউনাইটেড হাইস্কুলে “আন্তর্জাতিক শান্তি দিবস” উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান  ও ডি,বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স,ম শহিদুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডি, বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোমিনুর রহমান মুকুল। এছাড়া অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষে ১৯৮১সালে    জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহিত নম্বর ৩৬/৩৭প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের ২১ তারিখ দিনটিকে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়।সেখান থেকে প্রতি বছর জাতিসংঘের সকল সহযোগী দেশ সমূহ এই দিনটিতে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে পালস করে আসছে।বক্তারা আরও বলেন,বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই সর্বদা যুদ্ধ,বিগ্রহ, মারামারি, জঙ্গিবাদ লেগেই আছে।প্রতিনয়ত মানুষ মরছে,ঘরবাড়ি হারিয়ে মানুষ জাজাবর জীবন যাপন করছে।অসহায় পড়ে নারী ও শিশুরা।এইসব ঘটনা সত্যিই দুঃখজনক।মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ যেভাবে সকল বাঁধা পেরিয়ে উন্নতির পথে ধাবিত হচ্ছে , বক্তারা তার ভূয়সী প্রশংসা করেন।ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা যেন যুদ্ধ মুক্ত শান্তময়,সুন্দর এক পৃথবী বিনির্মাণ করে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত হয়।