সাতক্ষীরা

ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন

By daily satkhira

March 17, 2024

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে পক্ষ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রহণ করা বিস্তারিত কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল সমবেত কন্ঠে জাতীয় সংগীত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলেচনা সভা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, দেশত্মাবোধক সংগীত, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিরঞ্জীব মুজিব শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শন ও দোয়া অনুষ্ঠান।

রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম।

সিনিয়র সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো: নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মো: হাফিজ্লু ইসলাম, গীতা রানী সাহা, খালেদা খাতুন, আজহারুল ইসলাম, অরুন কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, মৃনাল কুমার বিশ্বাস, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জয়নব তাসনিম মৌ, তারিহা আক্তার মিম, সাবরিন সুলতানা মিম, মরিয়ম খাতুন, আফরোজা সুলতানা, ঝিলিক সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।###