তালা

তালায় ফিড ব্যবসায়ীকে জরিমানা

By daily satkhira

March 21, 2024

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ১ দিনের মুরগী বাচ্চা বিক্রেতা, গবাদি প্রাণি ও পাখির ফিড বিক্রেতা এবং ভেটেরিনারি ঔষধের দোকানে অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে তালা বাজারের মায়ের দোয়া পোল্টি ফিডের মালিক শেখ আশরাফ আলীকে সঠিক মূল্যে বাচ্চা বিক্রি না করা এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তালা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডাঃ মাসুম বিল্লাহ, তালা থানার এএসআই মোঃ আব্দুল আলীম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় তাদেরকে সরকার নির্ধারিত বাচ্চার দাম সম্পর্কে অবহিত করা হয়, ফিড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, ঔষধ বিক্রির বিষয়ে সরকারি নির্দেশনা সম্পর্কে সতর্ক করে দেয়া হয়।