সাতক্ষীরা

এনএসআই কর্মকর্তার স্ত্রীর মৃত্যু, বিশিষ্টজনদের সমবেদনা জ্ঞাপন

By Daily Satkhira

June 24, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক এর স্ত্রী আজমিরা পারভিন গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে শহরের পলাশপোলের ভাড়া বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশেমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওসি মারুফ আহমেদ জানান, এন.এস.আইয়ের উপ-পরিচালক মোজাম্মেল হক স্ত্রীকে বাসায় রেখে বাজারে যান। বাজার করে এসে তিনি দেখতে পান যে তার স্ত্রী আজমিরা পারভিন (৪৫) ড্রয়িং রুমে সিলিং ফ্যানে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন।  তিনি জানান, এ সময় বাসায় আর কেউ ছিলেন না। আজমিরা পারভীন দীর্ঘদিনের মানসিক রোগী ছিলেন বলে জানান ওসি। সম্প্রতি তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানো হয়েছে। তিনি দুই ছেলে ও এক কন্যার জননী। আজমিরা পারভিনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে আজমিরার গ্রামের বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে পলাশপোল চৌধুরী পাড়াস্থ বাসভবনের সামনে তারাবির নামাজের পর আজমিরা পারভীনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এদিকে মৃত্যুর খবর পেয়ে একে একে সেখানে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ৩৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি, সাতক্ষীরা জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আজকের সাতক্ষীরা’র সম্পাদক মহসিন হোসেন বাবলু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম আনিসুর রহমান, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা পৌর আ. লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংবাদিক কামরুল হাসান, আসাদুজ্জামান, আজকের সাতক্ষীরার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান হাদীসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।