সাতক্ষীরা

পাঁচ দিন পর শুরু হলো ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম

By daily satkhira

April 15, 2024

নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থল বন্দরে পাঁচদিন পর শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম। গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া ঈদ উল ফিতরের ছুটির পর ১৫ এপ্রিল (সোমবার) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলো। ভোমরা বন্দরে কর্মরত রবিউল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির পর আজ কাজ শুরু হলো।

সব সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ইন্ডিয়ান গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সাথে সাথে বাড়বে।’ভোমরা স্থলবন্দর সিএন্ডএফএজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজআহমেদ স্বপন জানান, ‘পাঁচ দিন ছুটির পর আজ (১৫এপ্রিল) প্রথম স্থল বন্দর খুলেছে।

আমরা আশা করছি আজ প্রায় ৩০০ পন্যবাহী ট্রাক বন্দরে পন্য খালাসের জন্য ঢুকবে। এছাড়াও রপ্তানি পন্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পন্য পৌছে যাবে।’