সাতক্ষীরা

সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছে

By daily satkhira

April 24, 2024

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে দীর্ঘদিন ধরে দাড়িয়ে থাকা মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছে। প্রায় প্রতিদিনই দু একটি ডাল ভেঙে পড়ায় আতংকিত দলিল লেখকসহ সেবা গ্রহিতারা। এবিষয়ে বারবার জেলা রেজিষ্ট্রারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করিয়েও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে বহু বছরের পুরাতন একটি শিশু গাছ রয়েছে। গাছটি অনেক আগেই মারা গিয়েছে। প্রায়ই গাছ থেকে শুকনা ডাল ভেঙে পড়ে। অনেক সময় ডাল ভেঙে দলিল লেখকদের চালের উপরও পড়ে। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রেজিষ্ট্রারসহ সংশ্লিষ্ট সকলকে বারবার অবহিত করা হলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। এতে বাড়ছে ঝুঁকি। যে কোন সময় সেখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এবিষয়ে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার রিপন মুন্সি বলেন, এটি আমার এখতিয়ার না। জেলা স্যারের এখতিয়ার। আমি ইতোমধ্যে স্যার জানিয়েছি। আশা করছি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। ###