নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত অপরিপক্ক আম বিনষ্ট করেছে প্রশাসন। বৃহস্পতিবার ভোর রাতে শহরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে আম ভর্তি ১ ট্রাক জব্দ করা হয়। সদর থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এবং দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ নেতৃত্বে পিটিআই মাঠে জনসম্মুখে প্লাস্টিকের ৩৭০ ক্যারেটে অপরিপক্ক পাকানো আম জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং ক্যারেটে জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকে থাকা আমের মধ্যে প্লাস্টিকের ৩৭০ ক্যারেটে ৯ মেট্রিক টন পাকানো গোবিন্দভোগ আম যার বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।
এছাড়া জব্দকৃত অপরিপক্ক পাকানো আম জনসম্মুখে বিনষ্ট করা হয়। আরও জানান, সাতক্ষীরার আমের ব্যাপক সুনাম রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ক আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল। জেলার আমের সুনাম রক্ষায় এবং ভেজাল খাদ্য বাজারে বিক্রি করতে না পারে সেজন্য এ অভিযান অব্যহত থাকবে। তাছাড়া জেলা প্রশাসন কতৃক আম ক্যালেন্ডারের তারিখের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য বলা হয়েছে। তবে রাসায়নিকের শনাক্ত প্রমাণ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার প্লাবনী সরকার, এস আই হাসানুর রহমান সহ আরো অনেক।