সাতক্ষীরা

“নানা রঙের রবীন্দ্রনাথ” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীত অনুষ্ঠিত

By daily satkhira

May 08, 2024

রবীন্দ্র সংগীতের সুরে সুরে প্রথম আলো বন্ধুসভার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সবুজ তরফদার গানের মধ্য দিয়ে ২৫ শে বৈশাখ বুধবার বিকাল ৫ টায় ম্যানগ্রোভ সভাঘরে প্রথম আলো বন্ধুসভা ও ব্যাঘ্রতট এর আয়োজনে নানা রঙের রবীন্দ্রনাথ শিরোনামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীত অনুষ্ঠিত হয়।

ভাষা গবেষক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ সভাপতিত্বে আলোচক হিসিবে রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কবি কিশোরী মোহন সরকার, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, ব্যাঘ্রতট এর সমন্বয়ক সাংবাদিক হাফিজুর রহমান মাসুন, প্রাবন্ধিক কবির রায়হান, ইংরেজী সাহিত্যের অধ্যাপক ইদ্রিস আলী,শিক্ষক ও কবি গাজী মোমিন উদ্দিন, উদীচির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, লেখক ও গবেষক অরবিন্দু মৃধা, বন্ধুসভার দপ্তর সম্পাদক তারিক ইসলাম।

কবিতা আবৃত্তি করেন রবীন্দ্র পরিষদের সভাপতি মন্ময় মনির,বর্ণ ও সংগীত পরিবেশন আব্দুল হামিদ মোল্যা,ও বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য সীমা মন্ডল।

উপস্থিত ছিলেন কবি শুভ্র আহমেদ,গল্পকার বাবলু ভঞ্জ চৌধুরী, চিত্রশিল্পী সুরেশ পান্ডে, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ,কবি প্রানকৃষ্ণ সরকার, কবি মনিরুজ্জামান, রবীন্দ্র পরিষদ এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তোফিক আহমেদ, সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আবু তাহের,অর্থ সম্পাদক সাগরিকা আক্তার,দূর্য়োগ ও ত্রান বিষয়ক সম্পাদক মো পারভেজ সহ বন্ধুসভার বন্ধুরা।

সমগ্র অনুষ্ঠিত সঞ্চলনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি