জাতীয়

মণিরামপুরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শুদ্ধাচার বিষয়ক সভা

By daily satkhira

May 20, 2024

প্রেস বিজ্ঞপ্তি : যশোরের মণিরামপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে সভায় অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৪ সকাল সাড়ে ১০ টায় ব্যাংকের শাখায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ুব হোসেন।

সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোছাঃ ফিরোজা রুহানী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গাইনী চিকিৎসক মোঃ আব্দুল বারী, ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এসময় বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক সাহিদুজ্জামান, হাফিজুর রহমান,

আশফাকুর রহমান, আকবর আলী, হুমায়ুন কবীর, কামরুজ্জামান, আবুল কালাম, কার্তিক চন্দ্র দাস, মমতাজ বেগম, আবুল বাশার প্রমুখ। বক্তারা ব্যাংকের বিভিন্ন দিক প্রশাংসা করে কোন প্রকার হয়রানি ছাড়া সকল ঋণ ও আমানতের কাজ করতে পারেন বলে জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাখার দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হক।