শ্যামনগর

শ্যামনগরে সড়কে প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর

By daily satkhira

May 23, 2024

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাক্টরের চাপায় আব্দুল করিম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার হায়বাতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল করিম শ্যামনগর উপজেলার দাঁতপুর গ্রামের মৃত গফফর শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, আব্দুল করিম সকালে মোটরসাইকেল যোগে নওয়াবেকী বাজারের দিক থেকে শ্যামনগর উপজেলা সদরের দিকে আসার সময় পথিমধ্যে হায়বাতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডাম্পার ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ডাম্পার ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসতাপাল মর্গে পাঠানো হয়েছে।##