আশাশুনি

আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ উদ্বোধন

By daily satkhira

May 23, 2024

আশাশুনি ব‍্যুরো: আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে তিন দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান।

আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোঃ বিলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক। রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন। প্রশিক্ষণে ৪০ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।