আশাশুনি

আশাশুনিতে পুলিশী অভিযানে আট আসামী আটক

By daily satkhira

May 23, 2024

আশাশুনি ব‍্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামী ও নিয়মিত মামলার সাত আসামীকে আট করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন খাঁন, এসআই সাব্বির আহমেদ, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলা নং-১৮(৫)২৪ এর আসামী উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে আনারুল ইসলাম সরদার, তুয়ারডাঙ্গা গ্রামের আঃ আহাদ মোল্যার ছেলে আবু বক্কর সিদ্দিক,

নিয়মিত মামলা নং-১৯(৫)২৪ এর আসামী উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের হবি সরদারের ছেলে আইজুল সরদার, নূর হোসেন গাজীর ছেলে মিজার গাজী ওরফে মুত্তাজুল, খায়রুল মোড়লের ছেলে আবু মুছা মোড়ল, মৃত জোনাব গাজীর ছেলে রেজাউল গাজী, নিয়মিত মামলা নং-২০(৫)২৪ এর আসামী উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামের ছলেমান গাজীর ছেলে কামাল গাজী ও সিআর পরোয়ানা-২৩৯/২৩ এর আসামী প্রতাপনগর গ্রামের আজগর সরদারের ছেলে আজাদুল ইসলামকে থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান থেকে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।