শ্যামনগর

শ্যামনগর থেকে ৬ লাখ টাকা ভারতীয় ওষুধসহ এক চোরাকারবারী আটক

By daily satkhira

May 25, 2024

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে ভারত থেকে আনা ১০ প্রকারের ওষুধসহ নয়ন বিশ্বাস (৩০) নামের এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকা থেকে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। জব্দকৃত ওষুধের বাজার মূল্য ৫ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা।

আটক নয়ন বিশ্বাস সাতক্ষীরা শহরের রাজারবাগান পূর্ব পাড়া (সাধুডাঙ্গা) এলাকার জয়দেব বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকায় ওষুধের একটি বড় চালান আনা হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করার জন্য এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় ১০ প্রকারের ওষুধসহ নয়ন বিশ্বাসকে আটক করা হয়। জব্দকৃত ওষুধের বাজার মূল্য ৫ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারী নয়নের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।##