সাতক্ষীরা

কমিউনিটি খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধন

By daily satkhira

June 03, 2024

এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত এসএফবিডিআরআর প্রকল্পের কার্যক্রম সেফ দ্যা চিলড্রেন, স্টাট ফান্ড বাংলাদেশ এবং ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় সহযোগী সংস্থা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন এবং প্রেরণা সংস্থা’র বাস্তবায়নে প্রকল্পটি ১ জুন ২০২৪ থেকে ১৫ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত ৪৫ দিনের এনজিও বিষয়ক ব্যুরো হতে অনুমোদিত হয়েছে যা কালিগঞ্জ উপজেলার তারালি,

কুশলিয়া, মথুরেশপুর ও কৃষ্ণনগর ইউনিয়নে এবং শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বাস্তবায়িত হবে। অত্র প্রকল্পের অধীনে সাইক্লোন রেমেলের আঘাতে ক্ষতিগ্রস্থ অতি দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ, নগদ অর্থ বিতরণ, কমিউনিটি কিচেন পরিচালনা, কমিউনিটি কনসালটেশনে উঠে আসা নতুন ধারনাসহ সেফগার্ডিং বিষয় নিয়ে সচেতনতা সৃষ্টি করা হবে।

প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে ৩ জুন ২০২৪ তারিখ রোজ সোমবার কৈখালী ইউনিয়নে কমিউনিটি কিচেন পরিচালনা করা হয় যেখানে কমিউনিটির মানুষের মাঝে রান্না খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ক্রিশ্চিয়ান এইড প্রতিনিধি বিজয় বিশ্বাস ও প্রেরণা সংস্থার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। উল্লেখ্য দাতা সংস্থার প্রস্তাবিত খাদ্য তালিকা অনুযায়ি বাস্তবায়িত হয়। প্রেস বিজ্ঞপ্তি